বান্দরবান সরকারী কলেজে শিক্ষার্থীদের মানবন্ধন

Published: 14 Mar 2015   Saturday   

“শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাশ ও পরীক্ষা দিতে চাই” এ প্রতিপাদ্য বিষয়ে বান্দরবান সরকারী কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা মানবন্ধন করেছে। শনিবার সকালে বান্দরবান সরকারী কলেজের প্রাঙ্গণে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়। এতে কলেজে পড়ুয়া শত শত শিক্ষার্থী অংশ নেয়।

 

আয়োজিত মাবন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ এ কে ফজলুল হক, উপ-অধ্যক্ষ আবু তাহেরসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।

 

বক্তারা বলেন, দেশের চলমান পরিস্থিতিতে নিরাপদে ক্লাশ করা ও পরীক্ষাসহ সার্বিক শিক্ষা কার্যক্রম বিপর্যস্থ হচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার কথা বিবেচনা করে  শীঘ্রই সহিংসতা বন্ধের দাবী জানান তারা।

 

উল্লেখ্য, বান্দরবান জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভূক্ত অন্যান্য সরকারী শিক্ষা প্রতিষ্ঠানেও একই কর্মসূচি পালিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত