আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে নৌকা মার্কায় ভোট দিয়ে শান্তি ও গণতন্ত্রের পক্ষে ব্যালটকে অস্ত্র হিসেবে প্রয়োগ করার জন্য পাহাড়ী-বাঙ্গালীদের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন,নির্বাচিত হলে পার্বত্যাঞ্চলের পাহাড়ী-বাঙালী সকল সম্প্রদায়ের ভ্যাগ উন্নয়নে কাজ করে যাওয়ার পাশাপাশি রাঙামাটিতে ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি কলেজ, টেক্সটাইল কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহন করা হবে এবং প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ক্ষেত্রে ভূমিকা রাখবেন।
বৃহস্পতিবার রাঙামাটি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বেতবুনিয়া বাজার, আর্দশ পাড়া, এরাবনিয়া, সোনাইছড়িসহ বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো জানান, পার্বত্য শান্তি চুক্তির পরে পার্বত্যাঞ্চলে শান্তির সুবাতাস বইছে কিন্তু অবৈধ অস্ত্রধারীদের দ্বারা গুম , হত্যা, চাঁদাবাজি, অপহরণের কিছুটা তৎপরতা রয়েছে। পার্বত্য অঞ্চলকে পুর্ন শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সরকার। পার্বত্য অঞ্চলের শান্তি চুক্তি বাস্তবায়নে ও শান্তি প্রতিষ্ঠায় আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই।
তিনি বলেন, আজকে লংগদুসহ রাঙামাটির দশ উপজেলায় শেখ হাসিনার নৌকার পক্ষে যে গণ জোয়ার সৃষ্টি হয়েছে, তাতে গণতন্ত্রের বিপক্ষ শক্তি অবৈধ অস্ত্রধারীদের পরাজয় ঘটবে।
তিনি আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পার্বত্য অঞ্চলের পার্বত্য অঞ্চলের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করার সুযোগ দেওয়ার আহবান জানান।
এসময় কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকু রোয়াজাসহ অন্যন্যা নেতৃবৃন্দ ব্কব্য রাখেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.