রাঙামাটিতে সেনা বাহিনীর বিনামূল্যে চক্ষু ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Published: 21 Jun 2014   Saturday   

সেনা বাহিনীর  রাঙামাটির রিজিয়নের উদ্যোগে শনিবার প্রায় দেড় হাজার দরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু ও চিকিৎসা সেবা প্রদান করেছে।

রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে সেনাবাহিনী রাঙামাটি সদর জোন ও চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। দিন ব্যাপী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিদওয়ান আল মাহমুদ। এ সময় সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন এবং সিএমএইচ এর ডা. মেজর তাছলিমা  ও জেলা সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান ও কলেজের অধ্য বাঞ্চিতা চাকমা উপস্থিত ছিলেন।

চিকিৎসা ক্যাম্পে রাঙামাটি সেনা নিবাসের চক্ষু, মেডিসিন, নাক কান গলা, সার্জিকেল ও গাইনী রোগের ১৫ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত