বরকলে শান্তিপূর্ণ ভোট ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী

Published: 19 Dec 2018   Wednesday   

রাঙামাটির ভারত সীমান্তবর্তী বরকল উপজেলা শান্তিপূর্ণ ভোট গ্রহণ ও ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ও স্থানীয় ভোটাররা।


বুধবার সকালে বরকল উপজেলা প্রেসক্লাবের আয়োজিত জনতার চোখে নির্বাচন ও কেমন পরিবেশ চাই শীর্ষক আলোচনা সভায় এ দাবী জানান বক্তারা।


বক্তারা বলেন, বরকল সব সময় শান্তিপূর্ণ এলাকা। কিন্তু বিগত নির্বাচনগুলোতে এ এলাকার সহজ সরল জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাদের মারধর করে ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়ে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া হয়েছে। পরিচয় পত্র কার্ড প্রদর্শন বাধ্যতামুলক এ অজুহাত দেখিয়ে ভোটারদের হয়রানী করা হয়েছে।
ফলে ভোটাররা ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।


বক্তারা বলেন, দুর্গম এলাকায় কিছু মানুষের সচেতনতার অভাবে পরিচয় পত্র বাসায় রেখে ভোট দিতে আসে। ফলে তাদের তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তাদের পরিচয় নিশ্চিত হওয়ার অনেক মাধ্যম আছে। পরিচয় পত্র না থাকলেও তারা প্রকৃত ভোটার কিনা তা যাচাই বাচাই করে ভোট প্রদানের ব্যবস্থা করার দাবী জানান।


সভায় বরকল প্রেসক্লাবের সভাপতি পুলিন বিহারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বরকলউপজেলা চেয়ারম্যান মনি চাকমা,ভাইস চেয়ারম্যান বিধান চাকমা, বরকল থানারওসি মফস্বল আহমদ, বরকল বিজিবি জোন প্রতিনিধিমো, রফিক, আওয়ামীলীগেরপ্রতিনিধি অংচা সিং মারমা, বিএনপি প্রতিনিধি সুবিমল চাকমা ও নজরুলইসলাম, ইউপি সদস্য আবু বকর, আইমাছড়া ইউপি চেয়ারম্যান শান্তি কুমারচাকমা, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা, জেএসএস প্রতিনিধিশ্যাম রতন চাকমা, বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, বরকল কলেজের শিক্ষক গৌতম চাকমা,কার্বারী নন্দ বিকাশ চাকমা, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমূখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত