পার্বত্য অঞ্চলে নৌকা মার্কা মানেই শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন-দীপংকর তালুকদার

Published: 17 Dec 2018   Monday   

পার্বত্য অঞ্চলে নৌকা মার্কা মানেই শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বলে মন্তব্য করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাঙামাটি ২৯৯ নং আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার।

 

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে যা কিছু উন্নয়ন হয়েছে আওয়ামীলীগ সরকারের আমলেই হয়েছে। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করার জন্য সর্বস্তরের জনসাধারনকে আহবান জানান তিনি।

 

সোমবার দূর্গম জুরাছড়ি উপজেলায় নির্বাচনী জনসংযোগ ও সমাবেশ দীপংকর তালুকদার এ কথা বলেন।

 

জুরাছড়ি উপজেলা সদরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পথ সভায় জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তন চাকমা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জ্যোতিময় চাকমা ক্যারল, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

পথ সভার আগে সদর উপজেলাসহ চকপটি ঘাট, বনযোগীছড়া ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন দীপংকর তালুকদার। এসময় দলের নেতা কর্মীরা তার সাথে অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত