পিছিয়ে পড়া পাহাড়বাসীর ভাগ্যোন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন-মনি স্বপন দেওয়ান

Published: 22 Dec 2018   Saturday   

পিছিয়ে থাকা পার্বত্যবাসীর ভাগ্যোন্নয়নে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে পাহাড়ের তৃণমুল পর্যায়ে চষে বেড়াচ্ছেন জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনীত প্রার্থী মনিস্বপন দেওয়ান।


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনের বিএনপির প্রার্থী মনিস্বপন দেওয়ান শনিবার  নানিয়ারচর উপজেলার নির্বাচনী প্রচারনায় কুতুকছড়ি, ঘিলাছড়ি, বগাছড়ি, রামহরি পাড়া, মারমা অধ্যুষিত পুলি পাড়া, বুড়িঘাট, ইসলামপুর, নানিয়ারচর বাজার ও সাপছড়িতে পথ সভায় এ ভোট ভোট প্রার্থনা করেন।

 

মনিস্বপন দেওয়ান আরো বলেন, বিগত ৫ বছরে রাঙামাটিবাসীর ভাগ্যোন্নয়নে একটিও বিশেষ প্রকল্প বাস্তবায়ন হয়নি। রাঙামাটির রাজস্ব খাতে যোগ হয়নি অর্থনীতির নতুন মাত্রা। পাহাড়ের খেটে খাওয়া মানুষ শাসকদলের যাতাকলে পিষ্ঠ হতে হতে বর্তমানে নিঃশেষ হতে চলেছে। মুখে গনতন্ত্রের কথা বললেও সারাদেশের ন্যায় পার্বত্যাঞ্চলেও কায়েম করা হয়েছে বাকশালী শাসন ব্যবস্থা। এই ধরনের শ্বাসরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে ধানের শীষে নিজের মূল্যবান ভোট দিয়ে নিজেদের ভাগ্যোন্নয়নে অগ্রগামী হতে নানিয়ারচরবাসীর প্রতি আহবান জানিয়েছেন ধানের শীষ প্রতিকের প্রার্থী মনিস্বপন দেওয়ান।


এসব পথ সভায় কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সহ-সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল মনিষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদৎ মোঃ সায়েমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত