রাঙামাটিতে নির্বাচনী প্রচারনাকালে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে ২৪ জন আহত

Published: 16 Dec 2018   Sunday   

রাঙামাটি শহরে ভেদভেদি এলাকায় নির্বাচনী প্রচারনাকালে রোববার সন্ধ্যার দিকে প্রতিদ্বন্ধি প্রার্থী আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনায় আওয়ামীলীগ ও বিএনপি পরষ্পরকে দোষারুপ করে পাল্টাপাল্টি সংবাদ সন্মেলন করেছে। এ ঘটনার পর সেখানে প্রচারনাকালে বিএনপির প্রার্থী মনিস্বপন দেওয়ানসহ বিএনপির নেতা অবরুদ্ধ ছিলেন। প্রায় দুঘন্টার তাদের আইন-শৃংখলা বাহিনী উদ্ধার করে।


আওয়ামীলগের সংবাদ সন্মেলনে রাঙামাটি মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এমপি দাবী করেছেন শহরের ভেদভেদীতে আওয়ামীলীগের একটি নির্বাচনী মিছিল বের হলে একই স্থানে বিএনপি`র অতর্কিত মিছিল থেকে এই হামলা করা হয়। এতে স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামীলীগের ২ জন ছুরিকাহতসহ ৪ জন আহত হয়েছে। এই হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে পরিস্থিতি উতপ্ত করার অংশ হিসেবে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেন।


অপরদিকে রাঙামাটি জেলা বিএনপি দলীয় কার্যালয়ে এই ঘটনার জন্য পাল্টা সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম জানান, পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারনাকালে বিএনপির প্রার্থী মনিস্বপন দেওয়ান, দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ানসহ দলের নেতৃত্ব স্থানীয়দের নিয়ে প্রচারনায় যান। এসময় অতর্কিতে আওয়ামীলীগের লোকজন তাদের উপর হামলা করলে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি জানান, সন্ধ্যার দিকে শহরের ভেদভেদী এলাকায় আওয়ামীলীগ ও বিএনপির নির্বাচনী প্রচারনা ছিল। ওই দুই পক্ষ মুখোমুখি ছিল পরে উত্তেজনা নিরসনে পুলিশ তাদেরকে সরিয়ে দিলেও পরে দুই পক্ষের কর্মীদের মধ্যে হাটাহাটির ঘটনা ঘটেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত