দীপংকর তালুকদার লংগদু উপজেলায় গণসংযোগ ও সমাবেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন

Published: 14 Dec 2018   Friday   

আসন্ন সংসদ নির্বাচনে রাঙামাটি আসনের ২৯৯নং আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার শুক্রবার জেলার লংগদু উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও সমাবেশ করেছেন। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকার প্রচারনায় অংশ নেন। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

জনসভায় দীপংকর তালুকদার বলেন, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফের সাথে হাত মিলেয়ে চুক্তি বাস্তবায়ন বাধা গ্রস্ত হচ্ছে। অন্যদিকে চুক্তির পক্ষে কাজ করা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমার) দলও চুক্তির পক্ষে কাজ করার জন্য দিনে রাতে তাদের হত্যা করে যাচ্ছে। অন্যদিকে আওয়ামীলীগেও চুক্তির পক্ষের কিন্তু পাহাড়ি যারা আওয়ামীলীগ করে তাদেরও বিভিন্ন উপজেলায় হত্যা ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন।

 

তিনি আরো বলেন, ‘ঊষাতন তালুকদার ভোট ডাকাতি করে পাচ ক্ষমতায় থাকার পরও চুক্তির একটি ধারাও বাস্তবায়ন করতে পারেনি। এখন ভোটের মাঠে চুক্তি বাস্তবায়নের মিথ্যা আশ^াস দিয়ে ভোট চাইছেন। তিনি গত পাচ বছরে পার্বত্য এলাকায় কোন উন্নয়ন করতে পারেনি। অন্যদিকে পাশ^বর্তী দুটি জেলায় উন্নয়ন চোখে পড়ার মতো। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত