শত বর্ষে পা দিলো খাগড়াছড়ির প্রাচীন কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

Published: 13 Mar 2015   Friday   

শত বর্ষে পা দিয়েছে খাগড়াছড়ি জেলার সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কমলছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়।  শুক্রবার এ উপলক্সে শতবর্ষ পূর্তি স্মরণোৎসব ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

উল্লেখ্য, এ বিদ্যালয় থেকে প্রাথমিক স্তর পাশ করা অনেক ছাত্র/ছাত্রী এখন শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, হাইকমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পদে দেশে এবং বিদেশে সুনামের সহিত চাকুরী করছে। এ বিদ্যালয়ের ছাত্র সুদীপ্ত চাকমা দক্ষিন কোরিয়ায় হাইকমিশনার-ভুমিত্র চাকমা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করছে। 

 

আলো ছড়ানো এ বিদ্যালয়টির শতবর্ষপুর্তি পালন উপলক্ষে  শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সংসদ সদস্য কুজন্দ্রে রাল ত্রিপুরা এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.শক্তিমান চাকমা, মেজর শরিফুল আলম, সাবেক অধ্যক্ষ ড.সুধীন কুমার চাকমা, সাবেক যুগ্ম-সচিব উক্যজেন মারমা, অধ্যাপক মধুমঙ্গল চাকমা, সহকারী পুলিশ সুপার সরোয়ার আলম এবং বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি কীর্তিময় চাকমা। এসময় প্রীতি মেলায় আশ-পাশের ২০ গ্রামের কয়েক হাজার এলাকাবাসী আনন্দের সহিত যোগদান করেন।

 

অনুষ্ঠানে বক্তারা  বলেন, আলো ছড়ানো বিদ্যালয়ের অনেকে এখন দেশে-বিদেশে সুনামের সহিত চাকুরী করছে। আশে-পাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। শিক্ষার আলো ঘরে ঘরে পৌছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

প্রসঙ্গতঃ খাগড়াছড়ির সদরের চেংগী নদীর তীরে অবস্থিত কমলছড়ি গ্রামের গোড়াপত্তন ১৮৫০ সালের দিকে হলেও গ্রামে ছিল না কোন শিক্ষা প্রতিষ্ঠান। কমলছড়ি এলাকার প্রথাগত মৌজা প্রধান চন্দ্রবান চাকমা শিক্ষার গুরুত্ব অনুধাবন করে ১৯১৫ সালে সুপ্রাচিন গ্রামটিতে স্থাপন করে প্রাথমিক বিদ্যালয়টি।  আলো ছড়ানো এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়া করা ছাত্র সুদীপ্ত চাকমা ওরফে সুমিত্র চাকমা বর্তমানে দক্ষিন কোরিয়ায় বাংলাদেশ হাই কমিশনের হাইকমিশনার হিসেবে কাজ করছে। ভুমিত্র চাকমা নামে আরেক ছাত্র এখন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়াও রয়েছে জেলার সুনাম সৃষ্টি করা অনেক অধ্যাপক, চিকিৎসক ও ইঞ্জিনিয়ার। ২০১৪ইং সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঝে কমলছড়ি মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় ফলাফলে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত