বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

Published: 13 Mar 2015   Friday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

 

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার উদ্যোগে রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তন ও বঙ্গবন্ধুর ভাস্কর্য্য পাদদেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বৃষকেতু চাকমা।  উদ্ধোধক ছিলেন বঙ্গবন্ধু শিশু-কিশোর পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ।  অনুষ্ঠানে  বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে।  অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ শাহ এমরান রোকন।

 

সাংস্কৃতিক প্রতিযোগিতার ১ম দিন প্রায় ৩শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে। আগামী রোববার সাংস্কৃতিক প্রতিযোগীতার ২য় দিন সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চারটি গ্র“পের নৃত্য প্রতিযোগীতা এবং বঙ্গবন্ধু ভাস্কর্য্য পাদদেশে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য বৃষকেতু চাকমা বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। কারন ভবিষ্যৎ প্রজন্মই দেশের কান্ডারী। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে পারলে এদেশের ইতিহাস তারা জানতে পারবে।

 

উদ্বোধক দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ প্রতিটি আন্দোলনে বঙ্গবন্ধুর  অবদান জাতি আজীবন স্মরণ করে যাবে। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে স্বাধনতা সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবী রাখে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সকলের উর্ধে রাখতে হবে,কারন বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামীলীগের নন, তিনি হচ্ছেন সকলের। তাই সেভাবেই বঙ্গবন্ধুকে সকলের শ্রদ্ধা জানানো উচিৎ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত