দীঘিনালায় বিজিবি ব্যাটালিয়ন সরিয়ে নিতে ও ২১ পরিবারকে পুনর্বাসনের দাবিতে ঢাকায় পিসিপির সংহতি মিছিল

Published: 13 Mar 2015   Friday   

অবিলম্বে ২১পরিবারকে পুনর্বাসন ও বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তর সরিয়ে নেয়ার দাবিতে ১৫ মার্চ দীঘিনালা পদযাত্রার সমর্থনে শুক্রবার ঢাকায় সংহতি মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

 

পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা শাখার দপ্তর সম্পাদক যুগল চাকমা স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,পিসিপি ঢাকা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে সমাবেশে পিসিপির ঢাকা শাখার সভাপতি ত্রিশংকু চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা ও  ঢাকা শাখার সদস্য রিয়েল ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিসিপির ঢাকা শাখার নেতা সুজেল চাকমা। এর আগে একটি মিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে আবার প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করাহয়।

 

বক্তারা বলেন, দীঘিনালার বাবু ছড়া এলাকায় যত্ন কুমার কার্বারী পাড়া ও শশী মোহন কার্বারী পাড়ায় বিজিবি`র ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের নামে যে ২১ পাহাড়ি পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে তাদেরকে এখনো নিজ বসতভিটায় পুনর্বাসন করা হয়নি। উপরন্তু বিজিবি সদস্যরা হাইকোর্টের আদেশ অমান্য করে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর জায়গা বেদখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করছে।

 

বক্তারা দীঘিনালাবাসীর ন্যায্য আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আগামী ১৫ মার্চ দীঘিনালাবাসী ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর অভিমুখে পদযাত্রার যে কর্মসূচি গ্রহণ করেছে তা অত্যন্ত যৌক্তিক। বক্তারা এই কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দীঘিনালাবাসীর প্রতি আহ্বান জানান।

 

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে উচ্ছেদকৃত ২১ পরিবারের জমি ফিরিয়ে দিয়ে তাদেরকে নিজ নিজ জায়গায় পুনর্বাসন, বিজিবি`র ৫১ ব্যাটেলিয়ন সদর দপ্তর সরিয়ে নেয়া ও নিরীহ গ্রামবাসীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত