রাঙামাটি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী মনি স্বপন দেওয়ান

Published: 07 Dec 2018   Friday   

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯ আসনে সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ানকে বিএনপির প্রার্থী হিসেবে চুড়ান্ত মনোনয়ন দিয়েছে।


জেলা বিএনপির সূত্রে জানায়, আসন্ন সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯ আসনের জন্য কেন্দ্রীয় বিএনপির কার্যালয় থেকে নয় জন দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন। তাদের অন্যতম হচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান ও কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সহসম্পাদক মনীষ দেওয়ান। তবে মনোনয়ন পেলেও মনীষ দেওয়ান মনোনয়নপত্র জমা দেননি। শুক্রবার কেন্দ্রীয় বিএনপির থেকে মনি স্বপন দেওয়ানের প্রার্থীতা চূড়ান্ত ঘোষণা দেয়া হয়।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু জানান, রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপি চুড়ান্ত মনোনয়ন দিয়েছে। তিনি আরো জানান, আমাদের বিশ্বাস দীর্ঘ বছর ধরে সাধারণ মানুষ নির্যাতনের প্রতিবাদ হিসেবে মনি স্বপন দেওয়ানকে ভোট দিয়ে জয়লাভ করবো।


উল্লেখ্য, মণি স্বপন দেওয়ান এ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ২০০৩ সালে জয় লাভ করেন। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রীর হিসেবে দায়িত্ব পান। তবে তৎকালীন চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে বিএনপি ছেড়ে এলডিপিতে যোগদান করেন। গেল ১৪ নভেম্বর আবার বিএনপির সদস্য পদে যোগদানে আবেদন করেন। ওই দিন বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন কিনে নিয়ে জমা দেন। এর পর থেকে মনি স্বপন আলোচনায় আসেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত