রাঙামাটি আসনে জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদারের মনোনয়নপত্র জমাদান

Published: 27 Nov 2018   Tuesday   

রাঙামাটির ২৯৯ নং আসনের মঙ্গলবার পর্ষন্ত তিন জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। হেভিওয়েট প্রার্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার এমপি মঙ্গলবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক ও রির্টার্নি কর্মকর্তা একেএম মামুনুর রশীদ কাছে জনসংহতি সমিতির কয়েকজন নেতাকর্মীদের সাথে নিয়ে স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার তার মনোনয়নপত্র জমা দেন। এছাড়া একই সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনসংহতি সমিতির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা মনোনয়নপত্র জমা দেন। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, জনসংহতি সমিতির জেলা শাখার সভাপিত কিশোর কুমার চাকমা, জেএসএস নেতা উদয়ন ত্রিপুরা, নিকোলাই পাংখোয়, পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমাসহ অন্যান্য প্রমুখ উপস্থিত ছিলেন।


মনোনয়ন পত্র জমা শেষে সাংবাদিকদের কাছে উষাতন তালুকদার এমপি তার প্রতিক্রিয়ায় জানান, আশা করছি রাঙামাটি ২৯৯ নং আসনে এবারের একাদশ নির্বাচন অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ন অনুষ্ঠিত হবে। সাংসদ হিসেবে দায়িত্ব পালনকালে পার্বত্য চট্টগ্রাম তথা রাঙামাটি জেলার মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য অপ্রাণ চেষ্টা করেছি এবং জনগণের সহায়তা নিয়ে অনেকাংশে সফল হয়েছি। তিনি আরো জানান, যেহেতু আমি মানুষের কল্যাণ চাই সেহেতু এখানে অনেক উন্নয়ন হয়েছে তাই আশা করছি এবারও জনসাধারন তার বিষয়ে ইতিবাচক মনোভাব রাখবে বলে আশা করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করছি। এ অঞ্চলের মানুষ সকলেই শান্তি,উন্নয় ও সমৃদ্ধি চাই তাই পার্বত্যাঞ্চলের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ও এগিয়ে যাবে বলে এই প্রত্যশা করছি।


জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানান, এ পর্ষন্ত তিন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যরা এখনো জমা দেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত