বিলাইছড়ি সেনা জোন কমান্ডার কর্তৃক দুঃস্থ এক ব্যক্তিকে চা-দোকান প্রদান

Published: 26 Nov 2018   Monday   

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ১ নং বিলাইছড়ি ইউনিয়নের ধুপ্যাচর গ্রামের দুঃস্থ ও হতদরিদ্র এক ব্যক্তিকে সোমবার  বিলাইছড়ি সেনা জোনের (১৩ বেঙ্গল) সহায়তায় চা-দোকান প্রদান করা হয়েছে।

 

দোকান হস্তান্তর কালে ফিটা কেটে দোকান উদ্বোধন করেন জোন কমান্ডার শেখ আব্দুল্লাহ পিএসসি। এ সময় তিনি স্বহস্তে দোকানদারকে নগদ দুই হাজার টাকা অথর্ও প্রদান করেন। এবং তিনি নিজে  পাঁচ টাকা দামে চা কিনে খান। দোকান উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন মেজর আরিফ, ১ নং বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, মেম্বার জ্যোতিময় চাকমা ও হেডম্যান বিমলী চাকমা প্রমূখ।

 

সহায়তা প্রাপ্ত ব্যক্তির নাম চিরন জিৎ চাকমা। সে ধুপ্যাচর গ্রামের বাসিন্দা। দোকান ঘরটি উক্ত গ্রামের বাসিন্দা সুমতি চাকমার কাছ থেকে ভাড়া হিসেবে নেয়া হয়েছে।  চিরন জিৎ চাকমা জানান, তাকে দোকান খোলার জন্য প্রথমে তিন হাজার টাকা নগদ, সিদ্ধ চাউল এক কেজি, ময়দা এক কেজি, ডাল দশ কেজির মত ও চিনি পাঁচ কেজি সহ আজকেও নগদ দুই হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। তিনি আরও জানান, প্রতি মাসের ভাড়াও তারা দিয়ে দেবেন।

 

জোন কমান্ডার বলেন,  তিনি একবারে পুরো টাকাতা নগদ সহায়তা প্রদান করলে সে হয়তো ২ থেকে ৩ দিনের মধ্যে তা খেয়ে ফেলতো। কারণ এর আগে তিনি অনেকজনকে এভাবে অর্থ সহায়তা দিয়েছেন। তারা করে কি বাজার থেকে একটা বড় মাছ কিনে নিয়ে গিয়ে এভাবে টাকাটা শেষ করে ফেলে। যার ফলে আর কোন উন্নতি হয় না। তবে যদি চেষ্টা করলে এখান থেকে দাঁড়াতে পারা যায়। তাই  তিনি তার অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য তাকে এই চা দোকানটা প্রদান করেছেন।  যাতে করে সে তার শ্রম দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়াতে পারে।

 

তিনি আরও বলেন, দোকানটাতে যা মালামাল তোলা হয়েছে তা বিক্রি করে পুরো টাকা খেয়ে ফেললে হবে না। আমরা মাঝে মাঝে এসে দেখে যাব।  পরবর্তীতে কোন সমস্যা হলে প্রয়োজনে  আরো কিছু অর্থ সহায়তা দেয়া হবে।  যাতে সে সক্ষমতা অর্জন না করা পর্যন্ত আমাদের পক্ষ থেকে দোকানের ভাড়াও দিয়ে  দেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত