কাপ্তাই ইউএনও`র ওয়াগ্গা ইউনিয়নে আধুনিক ডিজিটাল সেবা কেন্দ্র পরিদর্শন

Published: 22 Nov 2018   Thursday   

লোকাল গর্ভনেন্স সার্পোট প্রজেক্ট( এলজিএসপি) এর অর্থায়নে ৫ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের আধুনিক ডিজিটাল সেবা কেন্দ্র নির্মানের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

 

বৃহস্পতিবার এর নির্মান কাজের অগ্রগতি দেখতে ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।

 

এসময়  ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা আ`লীগের সহ সভাপতি দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা প্রেস ক্লাবের  সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত, সদস্য নুর হোসেন মামুন, ইউপি সদস্য মায়ারাম তনচংগ্যা, শ্যামল তনচংগ্যা, থোয়াইজ মারমা,বিমল চন্দ্র তনচংগ্যা, ইউপি সচিব জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

 

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যার তত্ত্বাবধানে এই ডিজিটাল সেবা কেন্দ্র আগামী বছরের জানুয়ারিতে শেষ হবে বলে তিনি জানান।

 

এই সেবা কেন্দ্র নির্মিত হলে সকল ধরনের নাগরিক সেবা যেমন- জন্ম মৃত্যু সনদ, পার্সপোট সেবা, যুব সমাজের জন্য কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট সেবা সহ সকল ধরনের সেবা জনগন পাবে বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এবং ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত