বান্দরবানে জাগো পার্বত্যবাসীর ডাকা হরতাল প্রত্যাহার

Published: 12 Mar 2015   Thursday   

বান্দরবানে জাগো পার্বত্যবাসীর ব্যনারে ডাকা ৭২ ঘন্টার ডাকা হরতাল বৃহস্পতিবার দপুর ১২টার পর থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার এসএসসি পরীক্ষার কারনে হরতাল প্রত্যাহার করা হয়েছে সংগঠনের পক্ষথেতে জানানো হয়েছে।

 

বৃহস্পতিবার শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশ নবগঠিত জাগো পার্বত্যবাসি সংগঠনের নেতা আব্দুল জলিল হরতাল প্রত্যাহারের ঘোষনা দেওয়া হয়। এসময় বলেন,। শুক্রবার এসএসসি পরীক্ষা ও মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান থাকায় এ হরতাল প্রত্যাহার করা হয়েছে। তবে তাদের আন্দোলন চলমান থাকবে।

 

এদিকে, বৃহস্পতিবার সকালে সন্তু লারমা বোমাং রাজার দরবার হলে হেডম্যান কারবারিদের সাথে বৈঠকে করেছেন। অবশ্য তার নিরাপত্তার জন্য সেনাবাহিনী,বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এমন কি তার গাড়ী বহরের ও নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ,সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। শহরে ও সার্বক্ষনিক আইন শৃংখলা বাহিনীর টহল জোরদার রয়েছে। শুক্রবার চিম্বুক সড়কের ফারুক পাড়ায় জেলা পাহাড়ী ছাত্র পরিষদের জেলা সম্মেলনে সন্তু লারমা প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেয়ার কথা রয়েছে।

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বান্দরবানে আগমন ও পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, অপহরণ বন্ধের প্রতিবাদে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিনদিনের হরতালের ডাক দেওয়া হয় জাগো পার্বত্যবাসি ব্যানারে। সন্তু লারমার আগমনকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙ্গালি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাহাড়ি-বাঙ্গালি উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত