দীর্ঘ ৪৫ বছর পর চন্দ্রঘোনা পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ে বিশুদ্ধ পানির অভাব দূর

Published: 20 Nov 2018   Tuesday   

দীর্ঘ। ৪৫ বছর পর কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের আওতাধীন পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ের বিশুদ্ধ পানির সমস্যা সমাধান হতে যাচ্ছে। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি ডীপ টিউবওয়েল বসানোর উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের এসমস্যার সমাপ্তি হচ্ছে।

 

এ উপলক্ষে পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সমস্যা সমাধানে ডীপ টিউবওয়েল স্থাপন কাজের শুভ উদ্ভোধন করা হয়  গত সোমবার। বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইলিয়াছ কাঞ্চন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। বিশেষ অতিথি ছিলেন,চন্দ্রঘোনা খ্রীষ্টান মিশন হাসপাতালের উপ- পরিচালক ডঃ প্রবীর খিয়াং,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খুরশিদুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রসিদ,কাপ্তাই নৌ- বাহিনী স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ এনামুল। সভা শেষে ডীপ টিউবওয়েল বসানোর কাজের শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।

 

উল্লেখ্য, ১৯৭৫ সালে পাহাড়ীকা উচ্চ বিদ্যালয় স্থাপন করার পর হতেই এখানে বিশুদ্ধ পানির অভাব লেগেই ছিল। পাহাড়ের উপর অবস্থিত এ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা সীমাহীন কষ্ট করে বিশুদ্ধ পানি সংগ্রহ করে এতো বছর  চাহিদা মিটিয়েছে। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষকসহ ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৬শ`। এই বিপুল সংখ্যক শিক্ষার্থী বিশুদ্ধ পানির অভাবে মারাত্বক কষ্ট করার বিষয়টি ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ও ইউএনও আশ্রাফ আহমেদ রাসেলের নজরে আনা হলে তারা বিদ্যালয়ে গভীর নলকূপ বসানোর উদ্যোগ নেয়। পরে চন্দ্রঘোনা ইউনিয়নের পক্ষ থেকে নলকূপটি বসানোর সিদ্ধান্ত হয় এবং সোমবার একাজের উদ্ভোধন করা হয়। নলকূপ বসানোর কাজ সম্পন্ন হলে দীর্ঘ প্রায় ৪৫ বছর পর পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ের বিশুদ্ধ পানির সংকট দূর হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত