মহালছড়িতে চেঙ্গী নদীর উপড় সংষ্কার ও মেরামতকৃত বেইলী ব্রিজের উদ্বোধন

Published: 19 Nov 2018   Monday   

খাগড়াছড়ির মহালছড়ি থানাঘাট সংলগ্ন চেঙ্গী নদীর উপর নির্মিত বেইলী ব্রিজটি দু’মাস আগে ভেঙ্গে যাওয়ার পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এবং সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধানে সংষ্কার ও মেরামতের কাজ শেষ হয়। মেরামত ও সংষ্কার করা এ ব্রিজটির উদ্বোধন করার পর যানবাহন চলাচল শুরু হলে নতুনভাবে স্বস্তি ফিরে পেল মুবাছড়ি ইউনিয়নবাসী। 

 

 সোমবার সকালে মেরামত ও সংষ্কারকৃত ব্রিজটি উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

ব্রীজটি উদ্বোধনকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে ব্রিজের দ্রুত সংষ্কার ও মেরামতের কাজ করা হয়েছে । এ সময় স্থানীয় এলাকাবাসী স্থানীয় প্রশাসনসহ ব্রিজ মেরামত ও সংষ্কার কাজের সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য ভূঁয়সী প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

উল্লেখ্য, গেল ২২ সেপ্টেম্বর অতিরিক্ত পাথর বোঝাই করা একটি ট্রাক পারাপারের সময় রেলিং ভেঙ্গে বেইলি ব্রীজটি ভেঙ্গে যায়। এ সময় ট্রাকে থাকা এক শ্রমিকের মৃত্যু হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত