রাঙামাটিতে আওয়ামীলীগের নেতা দীপংকর তালুকদারহ ৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ

Published: 19 Nov 2018   Monday   

রাঙামাটি ২৯৯নং আসনে জেলা নির্বাচন কার্যালয় থেকে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য দীপংকর তালুকদারসহ ৫ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি পার্বত্য আসন থেকে ইতোমধ্যে ৪টি রাজনৈতিক দল থেকে জেলা নির্বাচন কার্যালয় থেকে ৫জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন পত্র সংগ্রহের তালিকায় মধ্যে রয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও তিন বারের সাংসদ দীপংকর তালুকদার। এছাড়া আঞ্চলিক রাজনৈতিক দল প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) থেকে  দলের কেন্দ্রীয় নেতা সজীব চাকমা ও জেলা কমিটির সংগঠক শান্তি দেব চাকমা, বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি থেকে জুই চাকমা ও  ইসলামী আন্দোলন বাংলাদেশ দল থেকে জসীম উদ্দীন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

এদিকে গতকাল সকালের দিকে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ জেলা নির্বাচন কার্যালয় থেকে দীপংকর তালুকদারের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পরে মনোনয়নপত্র সংগ্রহের পর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আওয়ামীলীগের নেতৃবৃন্দ দোয়া কামনা করেন। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মূছা মাতব্বর, সাবেকর পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শামসুল আলম,জাকির হোসেন সেলিম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর জব্বার সূজন, সাধারন সম্পাদক প্রকাশ চাকমাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, গতকাল সোমবার পর্যন্ত  জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারসহ ৫জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত