রবিদাস জনগোষ্ঠীকে জাতিসত্তার তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদ খাগড়াছড়িতে ৮ সংগঠনের প্রতিবাদ

Published: 12 Mar 2015   Thursday   

দেশের অবহেলিত জনগোষ্ঠী ‘রবিদাস’ সম্প্রদায়কে জাতিসত্তার তালিকা থেকে বাদ দেয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ৮ গণতান্ত্রিক সংগঠনের কনভেনিং কমিটি।

 

বৃহস্পতিবার ৮ গণসংগঠনের কনভেনিং কমিটির সদস্য সচিব অংগ্য মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়েছে, এ সরকার সংবিধান স্বীকৃত সকল ধর্ম বর্ণের অধিকার প্রদানে ব্যর্থ। বরং ভেদাভেদ ও বৈষম্য জিইয়ে রাখতে নানাভাবে প্ররোচনা দিয়ে যাচ্ছে। দেশে সবেেয় অবহেলিত উপেক্ষিত ও নির্যাতিত প্রান্তিক জনগোষ্ঠী হচ্ছে রবিদাস সম্প্রদায়। দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর উন্নতির জন্য আলাদাভাবে বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার পরিবর্তে তাদের জাতিসত্তার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এতে এ সম্প্রদায়কে শুধু উপেক্ষাই করা হয়নি, তাদের অস্তিত্বকেও সরকার স্বীকৃতি দিচ্ছে না, যা অত্যন্ত নিন্দনীয়।

 

প্রেস বার্তায় বলা হয়, ৮ গণসংগঠনের পক্ষ থেকে বিবৃতিতে স্বাক্ষর করেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মাইকেল চাকমা ও অংগ্য মারমা; বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে থুইক্যচিং মারমা ও রিটন চাকমা; হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)-এর সভাপতি নিরূপা চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা (২), সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াডের সদস্য সচিব আনন্দ প্রকাশ চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত