রাঙামাটির ২৯৯ নং আসনের বিএনপির জয় নিশ্চিত করতে কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ানকে মনোনয়ন দেওয়ার দাবীতে সোমবার দলের জেলা কমিটির একাংশের সংবাদ সন্মেলন করেছে।
তবে সন্ধ্যায় বিএনপির অপর অংশে এক সংবাদ সন্মেলনে দীপেন দেওয়ানের পক্ষে দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে তুণমূল কর্মী বলে যারা সংবাদ সন্মেলন করেছে তা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে কোন সম্পৃক্ততা নেই বলে দাবী করেছে।
রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জেলা বিএনপির সহ-সভাপতি রফিক উদ্দীন আহম্মেদ। এসময় জেলা বিএনপির উপদেষ্টা জহির আহম্মদ সওদাগর, সহ-সভাপতি সূজিত দেওয়ান জাপান,জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জসীম উদ্দীন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি রবিউল আলম, এম আকবর আলী, আমির মোঃ ছাবের, হাজী এম ছবুরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সন্মেলনে বলা হয়, রাঙামাটি আসনে বিএনপির জয় নিশ্চিত করতে দীপেন দেওয়ানকে মনোনয়ন দিতে হবে। কারণ দুঃসময়ে দীপেন দেওয়ান জেলা বিএনপির দলের হাল ধরেছেন, জেলার তৃণমুল বিএনপিকে শক্তিশালী অবস্থানে তুলে আনতে সক্ষম হয়েছেন। তাই দীপেন দেওয়ানকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে জেলা বিএনপির নেতাকর্মীরা আন্দোলনে যেতে বাধ্য হবে।
সংবাদ সন্মেলনে আরো বলা হয়, নির্বাচন আসলে কতিপয় সুযোগ সন্ধানী বসন্তের কোকিলের মতো দলে ভীড় করে দীপেন দেওয়ানের মনোনয়নের বিষয়ে প্রতিবন্ধকতার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন যা দলের জন্য নৈতিবাচক। কারণ মূল উদ্দেশ্য এ আসনে বিএনপি জয়লাভ নয়,বিএনপিকে হটিয়ে আওয়ামীলীগ প্রার্থীর জয় নিশ্চিত করে দেয়া। তাই পাহাড়ী-বাঙালীর এ জনপ্রিয় নেতা দীপেন দেওয়ানকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে এখানকার জনগন প্রত্যাখান করবে।
অপরদিকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ হারুনুর রশিদ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আয়ুব চৌধুরী, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল মান্নান, সুশোভন দেওয়ান আগা, রাঙামাটি সদর থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শাকিল,সাধারন সম্পাদক মাহাবুবুল বাসেত অপু, জেলা যুব দলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েমসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সন্মেলনে দাবী করা দীপেন দেওয়ানের পক্ষে দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে তুণমূল কর্মী বলে যারা সংবাদ সন্মেলন করেছে তা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে কোন সম্পৃক্ততা নেই।
সংবাদ সন্মেলনে বলা হয়, রাঙামাটি সংসদীয় আসন থেকে জেলা বিএনপি থেকে ৯জন প্রত্যাশী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে কেন্দ্রীয় বিএনপি সব দিক বিবেচনা করে আসনটি পুনরুদ্ধারের জন্য ধানের শীষের প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন প্রদান করবে সকল মতভেদ ভুলে গিয়ে সেই প্রার্থীর পক্ষে কাজ করে যাবে। যাতে কোন জেলা বিএনপির মধ্যে কোন মত পার্থক্য থাকবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.