হরিণা লুম্বিনী বন বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

Published: 18 Nov 2018   Sunday   

রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিনা লুম্বিনী বন বিহারে দুদিন ব্যাপী ১৩ তম দানোত্তম কঠিন চীবর দান রোববার সম্পন্ন হয়েছে।


বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে ধর্ম দেশনা দের রাঙামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, শ্রীমৎ বুদ্ধশ্রী মহাস্থবির, শ্রীমৎ সুমন মহাস্থবির, শ্রীমৎ করুনা র্বধন মহাস্থবির, শ্রীমৎ সুর্ধমানন্দ মহাস্থবির, শ্রীমৎ মেত্তাবংশ স্থবির প্রমুখ। বক্তব্য রাখেন সাবেক অবসর প্রাপ্ত জেলা মৎস্য র্কমর্কতা চন্দ্র কুমার চাকমা প্রমুখ। তারেংঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরৎ কুমার চাকমার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সকালে এবং বিকালে দীপানিতা চাকমার সুরে ধর্মীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।


পরে পঞ্চশীল গ্রহনের মধ্যে সকালে বুদ্ধ মূর্তি দান, সংঘদান অষ্টপরিস্কার দান , পিন্ড দান সহ নানাবিধ দানানুষ্ঠানের সম্পন্ন করা হয়। এর আগের দিন বিশাখার প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সূতা, সেই সূতা রং করে চীবর তৈরী করে বৌদ্ধ ভিক্ষুদেরকে দান করা হয় । অনুষ্ঠানে হাজারো বৌদ্ধ নরনারী অংশ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত