পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার গাড়ি বহরের হামলার প্রতিবাদে বান্দরবানে রুমা উপজেলায় শুক্রবার সকাল থেকে ৪৮ঘন্টার অভ্যন্তরীন সড়ক ও নৌপথে হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।
বৃহস্পতিবার পাহাড়ী ছাত্র পরিষদের রুমা থানা শাখার সভাপতি মংমিন মারমার সভাপতিত্বে হরতালের সমর্থনে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন পিসিপি নেতা মংমিন মারমা, ফ্রান্সিস ত্রিপুরা, জেএসএস নেতা লুপ্রু মারমা, থোয়াইসানু মারমা ও মংমংসিং মারমা প্রমুখ।
বক্তারা বলেন, পূর্বে ঘোষিত তিন দিনের সরকারি সফরে ১১মার্চ বুধবার দুপুরে সন্তুলারমা বান্দরবানে পৌঁছালে বান্দরবানে বালাঘাটা বাজার এলাকায় সন্তু লারমার গাড়ি বহরের পেছনে থাকা একটি খোলা জীপে হামলা চালায় “জাগো পার্বত্যবাসী” নামে একটি বাঙালি সংগঠনের নেতাকর্মীরা। এতে জনসংহতি সমিতির ১১জন নেতাকর্মী আহত হন। এই ঘটনার প্রতিবাদে জনসংহতি সমিতি দোকানপাট ও অফিস-আদালতবন্ধসহ ৪৮ঘন্টার হরতালের ডাক দেয়া হয়েছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বান্দরবানে আগমন ও পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, অপহরণ বন্ধের প্রতিবাদে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিনদিনের হরতালের ডাক দেওয়া হয় জাগো পার্বত্যবাসি ব্যানারে। সন্তু লারমার আগমনকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙ্গালি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাহাড়ি-বাঙ্গালি উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.