মহালছড়িতে এইচডব্লিউএফ ও পিসিপি’র বিক্ষোভ-সমাবেশ

Published: 11 Mar 2015   Wednesday   

দীঘিনালা উপজেলায় দশম শ্রেতে পড়ূয়া এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বুধবার মহালছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন মহালছড়ি ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।


মহালছড়ি বাস স্টেশনে আয়োজিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রিপন চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক সর্বানন্দ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি তপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশ মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রেরণা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক এল্টন চাকমা প্রমূখ। এর আগে মহালছড়ি কলেজ থেকে শুরু হয়ে মহালছড়ি বাস স্টেশনে এসে বিক্ষোভ সমাবেশ করে।
পাহাড়ি নারীদের উপর নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, মঙ্গলবারের দীঘিনালায় ঘটনাসহ গত দুমাসে পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে ১১জন পাহাড়ি নারী ধর্ষণ ও ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছেন। কিন্তু কোন ঘটনারই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়নি।


বক্তারা অবিলম্বে স্কুল ছাত্রী ধর্ষণের সাথে জড়িত সকল ধর্ষককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্ষণের শিকার স্কুলছাত্রীর সুচিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


উল্লেখ্য, খাগড়াছড়ি জেলার দীঘিনালায় গত ৯ মার্চ সোমবার দিবাগত রাতে স্থানীয় এক বিহার থেকে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে কয়েকজন দৃষ্কৃতিকারী কর্তৃক দশম শ্রেণিতে পড়ূয়া এক পাহাড়ি স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে ছাত্রলীগ নেতা সোহেল রানাকে প্রধান আসামী করে দীঘিনালা থানায় ধর্ষণের মামলা করেন। এ মামলার প্রধান আসামী সোহেল রানাকে পুলিশ গ্রেফতার করে।
-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত