মঙ্গলবার খাগড়াছড়ি শহরের ‘শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির’ সনাতন ছাত্র-যুব পরিষদের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। সংগঠনের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রনজিত কুমার দে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী স্বপন কুমার দেবনাথ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত এবং সংগঠনের উপদেষ্টা শিব শংকর দেব। স্বপন ভট্টাচার্য্যরে সঞাচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রভাত তালুকদার। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান উপস্থিত ৮৪ জন স্কুল শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, মানুষকে সেবা দেয়ার মাধ্যমেই মানবতার বর্হিপ্রকাশ ঘটে। মানুষের প্রথম পরিচয়, মানুষই। তাই মানুষকেই পরোপকারের কথা চিন্তা করতে হবে। সমাজের অপেক্ষাকৃত স্বচ্ছলরা সম্মিলিতভাবে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ালে পুরো সমাজ এবং দেশের সমৃদ্ধি ত্বরান্বিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.