বরকল ও জুরাইছড়িতে ৫ দিন ধরে বিদ্যুৎ নেই, চরম দুর্ভোগ

Published: 15 Oct 2018   Monday   

গেল বৃহষ্পতিবার থেকে  টানা পাঁচ দিন বরকল উপজেলা ও জুরাইছড়ি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উপজেলাবাসীর চরম দর্ভোগ দেখা দিয়েছে।  এতে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি।

 

তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে খারাপ  আবহাওয়ার কারনে বিদ্যুৎ সংযোগ লাইন নষ্ট থাকায় মেরামত করতে না পারায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। এ রির্পোট লেখা পর্যন্ত ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি।

 

জানা যায়, কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিলাইছড়ি উপজেলা হয়ে জুরাইছড়ি ও বরকল উপজেলায় বিদ্যুৎ সংযোগ লাইন দেয়া হয়েছে গেল ২০১৫ সালে। ওই বছর রকল উপজেলার বিদ্যুৎ সংযোগ লাইন উদ্ভোধন করেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  নসরুল হামিদ বিপু ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং। বিলাইছড়ি জুরাইছড়ি ও বরকল উপজেলার মানুষ আশা করেছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবে । কিন্তু শুরু থেকেই ঘন ঘন লোড শেডিং, লো- ভোল্টেজ,ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রান্তি। দিনে রাতে ২৪ ঘন্টার মধ্যে ৪-৫ ঘন্টাও থাকেনা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। ফলে বিদ্যুৎ না থাকায় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের লেখাপড়া,অফিসের কাজ র্কম ও ব্যবসায়ীদের ব্যবসা চরম ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছে বলে জানালেন বরকল উপজেলার বিদ্যুৎ গ্রাহক উন্নয়ন সমিতির সভাপতি মোঃ আবু বক্কর। অন্য দিকে ঘরের গৃহস্থালির কাজ করা যেমনি সম্ভব হয়না তেমনি ইলেকট্রনিক্স মালামাল গুলো নষ্ট হয়ে আর্থিক ভাকে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারন মানুষ।  বিদ্যুৎ সংযোগ ও নিরবিচ্ছিন্ন বিদ্যূৎ সরবরাহ করতে না পারার মুল কারন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনবল সংকট ও অব্যবস্থাপনা কে দায়ী করেছেন স্বয়ং বিদ্যুৎ উন্নয়ন র্বোড (পিডিবি) কর্র্তৃপক্ষ। গত  ২৪ জুন ২০১৮ বরকল বিদ্যুৎ গ্রাহক উন্নয়ন কমিটির উদ্যোগে  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অনিয়ম দূর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছিল বরকল উপজেলার মানুষ। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা ও উপজেলায় সাব-ষ্টেশন করার দাবী তুলেছিল উপজেলার মানুষ। কিন্তু বিদ্যূৎ উন্নয়ন কর্তৃপক্ষ সেই দাবীর কোন গ্রাহ্য করেনি। বরংসো সেই দাবীর পরিবর্তে আরো অতি মাত্রায় হয়রানি করা হচ্ছে বলে ভুক্তভোগী গ্রাহদের  অভিযোগ।

 

 কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্পের আবাসিক প্রকৌশলী মোঃ আশিকুর রহমান (মজিদ) বলেন- কাপ্তাই হয়ে বিলাইছড়ি উপজেলা পর্যন্ত তার দেখাশুনা করার দায়িত্ব। জুরাইছড়ি ও বরকল উপজেলার বিদ্যুৎ সংযোগ লাইন জেলা সদরের বিতরন বিভাগ দেখা শুনা করে।  আবহাওয়া খারাপ হলে লাইনে সমস্যা দেখা দেয়। দুর্গমতার কারনে ইচ্ছে থাকলেও লাইন সঠিক ভাবে মেরামত করা সম্ভব হয়ে উঠেনা। তার পরে ও অত্যান্ত আন্তরিকতার সহিত গ্রাহকদের বিদ্যুৎ সুবিধা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আবাসিক প্রকৌশলী জানান।

 

এ ব্যাপারে জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)  নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি  মজুমদার জানান- খারাপ আবহাওয়ার কারনে বিদ্যুৎ সংযোগ লাইনে গত কয়েকদিন নিয়মিত বিদ্যুৎ দেয়া সম্ভব হয়নি। তবে আজ সোমবার আবহাওয়া ভালো। তাই লাইন চেক করার জন্য দুটি দল পাঠানো হয়েছে। আশা রাখছি আজ (সোমবার) থেকে নিয়মিত বিদু্যৃৎ সরবরাহ করা সম্ভব হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত