বান্দরবানে বুধবার থেকে ৭২ ঘন্টার হরতাল ডেকেছে জাগো পার্বত্যবাসী নামের একটি সংগঠন

Published: 10 Mar 2015   Tuesday   

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)-এর বান্দরবান সফরসূচী পরিবর্তন করায় ৪৮ ঘন্টা পরিবর্তন করে বুধবার থেকে ৭২ ঘন্টা জেলায় হরতালের ডাক দিয়েছে বাঙালী ভিত্তিক সংগঠন “জাগো পার্বত্যবাসী” নামের নতুন একটি সংগঠন।  দুপরের সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ৪৮ ঘন্টার হরতালের আহ্বান করেছিল।

 

 মঙ্গলবার সন্ধ্যার দিকে জাগো পার্বত্যবাসী ব্যানারে শহরের বিক্ষোভ-মিছিল শেষে এ ঘোষনা দেয়া হয়।

 

বিক্ষোভ-মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।  এসময় সংক্ষিপ্ত এক সমাবেশে সংগঠনরে নেতৃত্বে থাকা আবিদুর রহমান বলেন,সন্তু লারমার বান্দরবানের সফরসূচী ১১ মার্চ পরিবর্তন করায় ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্ষন্ত ৭২ ঘন্টা জেলায় হরতাল চলবে। যে বাধা পিছপা না হয়ে সন্তু লারমার আগন প্রতিহত করা হবে এবং ৭২ ঘন্টা সফল করার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

 

এর আগে মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আহ্বায়ক মোঃ আবিদুর রহমান এই হরতালের ঘোষনা দেন। এ সময় জাগো পাবত্যবাসীর নেতাা মোঃ আব্দুল জলিল,মোঃ সিরাজুল ইসলাম,মোঃ কামাল উদ্দীন এবং গোলাম সরওয়ার সোহাগ,সাহাদৎ হোসেন মোঃ ইয়াছিন,আবদুল আলিম মুন্না উপস্থিত ছিলেন।  

 

সংবাদ সংবাদ সন্মেলনে বলা হয়েছে পাহাড়ে চাঁদাবাজী,সন্ত্রাস,গুম,অপহরণ নির্বিচারে পাহাড়ী বাঙ্গালী হত্যা ও পাহাড়ে শান্তি বিনষ্টকারীদের প্রতিহত করার লক্ষ্যে এ হরতাল ডাকা হয়েছে।

 

উল্লেখ্য,  ১১ মার্চ থেকে সন্তু লারমার তিন দিনের সফরের কথা রয়েছে। সফরে তিনি বোমাং সার্কেল চীফের সামাজিক অনুষ্ঠানে যোগদান এবং ১৩ মার্চ ফারুখ পাড়ায় পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখা সন্মেলনে প্রধান অতিথি হিসেবে সন্তু লারমা যোগদানের কথা রয়েছ।

 

এ ব্যাপারে পার্বত্য  চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং জানান সন্তু লারমার বান্দরবান সফরের নিরাপত্তার দায়িত্ব সরকারের। এ ব্যপারে তাদের মাথা ব্যথার কোন কারন নেই। তবে  এ ব্যাপারে তারা অবগত রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত