অভিজিৎ রায়েরর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) খাগড়াছড়ি জেলা শাখা।
গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য সচিব রিপন চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়,শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বরুন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম জেলা কমিটির সদস্য সচিব রিপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন জেলা কমিটির দপ্তর সম্পাদক দ্বিতীয়া চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ জেলা কমিটির অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরা। এর আগে শহরের য়ংধ বৌদ্ধ বিহার থেকে একটি মিছিল শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
পরে সেখানে পুলিশ বাধাদেয়ায় মিছিলটি চেঙ্গী স্কোয়ারের দিকে যেতে চাইলেও পুলিশ বাধা প্রদান করে। পরে মহাজন পাড়ার সূর্য শিখা ক্লাবের সামনে থেকে মিছিলটি স্বনির্ভরে গিয়ে শেষ করা হয়।
বক্তারা বলেন হত্যাকান্ডের ১০ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সরকার মূল হোতাদের গ্রেফতার করতে পারেনি। উপরন্তু ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন না করে সরকার প্রতিপক্ষ দলের উপর চাপিয়ে দিয়ে মূল হত্যাকারীদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সরকার এ হত্যাকান্ডের জন্য কিছুতেই দায় এড়াতে পারে না।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে অভিজিৎ রায়ের মূল হত্যাকারীদের রক্ষার ষড়যন্ত্র বন্ধ করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.