শনিবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মানিকছড়ি এলাকায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করেছে সেনাবাহিনী।
মানিকছড়ি এলাকায় সকাল ৯টায় শুরু হয়ে টানা দুপুর ১টা পর্যন্ত কমপক্ষে ২ শতাধিক রোগীকে মহালছড়ি জোনের আর এম ও ক্যাপ্টেন মো: ইমরান জুয়েলের নেতৃত্বে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়। এ সময় এলাকার হেডম্যান-কার্বারী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জোনের প্রতিনিধিরা জানান, বিভিন্ন সময় এলাকায় গরীব দুঃখীরা টাকা পয়সার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করতে হয়। এলাকার অবস্থা ও জনগণের দুর্বিষহ জীবন যাপনের কথা বিবেচনা করে জোনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণের পরিকল্পনা গ্রহন করা হয়। কারণ সেনাবাহিনী সব সময় দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে যাচ্ছে। মহালছড়ি জোনের আওতাধীন সকল দুর্গম এলাকায় গিয়ে এ ধরণের কর্মসূচী গ্রহন করা হবে বলে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,