রাঙামাটির রাজবন বিহারে জুরাছড়ির শলক এলাকাবাসীর চতুর্দশ সর্বজনীন মহাসংঘদান

Published: 22 Sep 2018   Saturday   

শনিবার জুরাছড়ির শলক এলাকাবাসীর আয়োজনে  রাঙামাটির  রাজবন বিহারে  চতুর্দশ সর্বজনীন মহাসংঘদান যথাযথ ধর্মীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।

 

রাজ বন বিহার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাজ বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙকার মহাস্থবির ও শ্রীমৎ জ্ঞান প্রিয় মহাস্থবির।

 

অনুষ্ঠানে বক্তব্যে দেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাজ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সাবেক যুগ্ন জর্জ  দীপেন দেওয়ান, জুরাছড়ি উপজেলা  পরিষদ চেয়ারম্যান উদয়জয় চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জগৎজ্যোতি চাকমা।

 

এসময়  জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রশাসনিক সদস্য আশীষ বড়ুয়া,  খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা, জুরাছড়ি সুবলং শাখা বন বিহার পরিচালনা কমিটির সভাপতি ও মহা সংঘ দান উদযাপন কমিটির  সভাপতি ধল কুমার চাকমা, উদযাপন কমিটির সদস্য সুকৃতিময় চাকমা,  সুবলং শাখা বন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রচারক চাকমা,  জুরাছড়ি উপজেলার ২নং বনযোগীছড়া ইউনিয়ন চেয়ারম্যান  সন্তোষ বিকাশ চাকমা,  বনযোগীছড়া ইউপির সাবেক চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সতীশ শংকর চাকমা।অনুষ্ঠানে হাজারো নারী-পুরুষ পূর্ণ্যার্থী উক্ত অনুষ্ঠানে অংশ নেন।

 

এর আগে বুদ্ধ মুর্তিদান, সংঘদান,  অষ্টপরিস্কার দান, ত্রিপিটক দানসহ  নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত