নারী দিবসে নানিয়ারচরে র‌্যালী ও আলোচনা সভা

Published: 08 Mar 2015   Sunday   

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রোববার নানিয়আরচরে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

নানিয়ারচর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে গ্রীনহিল ও সহযোগী সংস্থা প্রোগ্রেসিভ এর যৌথ সম্বন্বয়ে স্পীড প্রকল্পের সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব মো: নুরুজ্জামান। বক্তব্যে দেন উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান কোয়ালিটি চাকমা, ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  বিনয় কৃঞ্চ খীসা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ প্রমুখ। স্বাগত বক্তব্যে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।

 

উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান কোয়ালিটি চাকমা বলেন, নারীরা সমাজের সবখানে নির্যাতনের স্বীকার হয় বিশেষত সম্পত্তি অধিকাররের ক্ষেত্রে আদিবাসী নারীদের স্বীকৃতি কম এবং অনেক ক্ষেত্রে স্বীকৃতি নেই।  তিনি সম্পত্তিতে পুরুষের পাশাপাশি নারীদের স্বীকৃতি প্রদানের অনুরোধ জানান।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: নুরুজ্জামান বলেন, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে নারীদের অংশগ্রহণ ও অবদান অনস্বীকার্য। তথাপি নারীরা বিভিন্নভাবে সহিংসতার স্বীকার হয় যা তাদের অবদানকে অবমূল্যায়ন করা হয়।  তিনি উপস্থিত সকলকে নারীদের সভায় সিদ্ধান্ত গ্রহণে সুযোগ ও স্বীকৃতি প্রদান করে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেয়ার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত