রাঙামাটিতে সিএইচটি কমিশনের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির

Published: 06 Jul 2014   Sunday   

রাঙামাটিতে সফরে আসা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আর্ন্তজাতিক কমিশনের (সিএইচটি কমিশন) গাড়ী বহরের উপর হামলা ও আহতের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে এবং হামলাকারীদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। রোববার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় আরও বলা হয়, সেটেলার বাঙালিদের উগ্র সাম্প্রদায়িক সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক নৃশংসভাবে  হামলায় সিএইচটি কমিশনের কো-চেয়ার এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ্যাডভোকেট সুলতানা কামালের নেতৃত্বে সফররত কমিশনের সদস্যদের মধ্যে ড. ইফতেখারুজ্জামান ও কমিশনের সফরসঙ্গী ইলিরা দেওয়ান আহত হন। উক্ত হামলায় সেটেলার বাঙালিরা কমিশনের সদস্যদের বহনকারী গাড়ী ব্যাপকভাবে ভাঙচুর করে। বিবৃতিতে বলা হয়, যারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন চায় না এবং যারা পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে জিইয়ে রেখে নিজেদের হীনস্বার্থ হাসিলের চেষ্টা করে তারাই এ হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত