বিগত নির্বাচনে আওয়ামীলীগের সাথে যারা বেঈমানি করেছিল তাদের পরিনতি ডাষ্টবীনে টাই হয়েছে — পার্বত্য প্রতিমন্ত্রী

Published: 12 Jul 2014   Saturday   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার বান্দরবানে যে উন্নয়ন করেছে তা জনগন সুষ্পষ্টভাবে দেখতে পাচ্ছে। তারই উন্নয়নের অংশ হিসেবে অতি অল্প সময়ের মধ্যে বান্দরবানে প্রাইমারী ট্রেনিং সেন্টার,নার্সিং কলেজ এবং প্যারামেডিকেল কলেজ চালু করা হবে। তিনি আরও বলেন, আওয়ামীলীগের বাইরে গিয়ে কোন নেতা-কর্মী কোন সুফল বয়ে আনতে পারেনি। তাই বিগত নির্বাচনে আওয়ামীলীগের সাথে যারা বেঈমানি করেছিল তাদের পরিনতি এখন ডাষ্ট বিনে টাই হয়েছে। শনিবার যুবলীগের বান্দরবান সদর উপজেলা ও শহর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন  প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন। বঙ্গবন্ধু উন্মক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে শহর যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা,সহ সভাপতি পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, সহ সভাপতি সুধাংশু বিমল চক্রবর্তী, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজি মোঃ মজিবর রহমান,যুগ্ন সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ। বক্তব্যে দেন কেন্দ্রীয় যুবলীগ নেতা আবদুল্লা আল মামুন,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,সাধারন সম্পাদক শামসুল ইসলাম,যুব নেতা চৌধুরী প্রকাশ বড়–য়া সহ আওয়ামী যুবলীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলন শুরুর পুর্বে জাতীয় সংগীতের মাধ্যমে যথা যোগ্য মর্য্যদায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর আরও বলেন বান্দরবানে আওয়ামীলীগের অর্জনকে তথাকথিত বিরোধী দল ক্ষমতায় আসার পর তা ম্লান করে দিয়েছিল। কারণ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বান্দরবানে যে মহিলা কলেজ স্থাপন করা হয়েছিল,বিএনপি ক্ষমতায় আসার পর তা বন্ধ করে দেয়। তবে জননেত্রী শেখ হাসিনার সরকার পুনঃরায় ক্ষমতায় আসলে বন্ধ হওয়া মহিলা কলেজকে চালু করে বর্তমানে সরকারী মহিলা কলেজ হিসেবে পরিণত করেছে। বর্তমানে এ কলেজে শত শত মেয়ে শিক্ষা গ্রহন করছে। তিনি বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা সভা-সমাবেশে রুচিশির বক্তব্য রাখুন। অন্যথায় আওয়ামীলীগের নেতা কর্মীরা তার জবাব দিতে বাধ্য হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত