বাংলাদেশে সম্ভাব্য রাসায়নিক জঙ্গী হামলার ব্যাপারে প্রস্তুতি নিয়েছে খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ। এ ধরণের ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে চিকিৎসা সেবা দিতে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের প্রস্তুতি রয়েছে। ইতিপূর্বে সিভিল সার্জনকে আহবায়ক ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসককে সদস্য সচিব করে একটি কমিটিও গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়।
গেল ২৬ আগষ্ট সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সকল বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং জেলা সদর হাসপাতালের উপ-পরিচালক বা তত্তাবধায়ক কাম সিভিল সার্জনদের সতর্ক করে দেয়া হয়।
একই সাথে সম্ভাব্য হামলায় যদি কোন ব্যাক্তি হতাহত হয়, তাদের চিকিৎসা নিশ্চিত করতে একটি বিশেষ চিকিৎসা ব্যবস্থাপনা কমিটি গঠন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ঔষধ মজুদ রাখা, এম্বুলেন্স সচল রাখা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা এবং চিকিৎসক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা রাখার পরামর্শ দেয়া হয়।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গেল ৩ মে একটি গোপনীয় চিঠিতে উপরোক্ত সুপারিশ করা হয়। সেই অনুযায়ী সক্ষমতা অর্জনে খাগড়াছড়িতেও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে। অতিসম্প্রতি প্রস্তুতিমূলক সভা করে প্রয়োজনীয় সতর্ককতামূলক ব্যবস্থা নিয়েছে সিভিল সার্জন কার্যালয় ও খাগড়াছড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমদ খান জানান, বিষয়টিতে আইন শৃংখলাবাহিনী সজাগ ও সতর্ক রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.