সভাপতি থুইক্যচিং মারমা ও সাধারন সম্পাদক রিটন চাকমা নির্বাচিত

Published: 17 Jul 2014   Thursday   

 

 

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ২১তম কেন্দ্রীয় কাউন্সিল  বুধবার খাগড়াছড়িতে সম্পন্ন হয়েছে। উক্ত কাউন্সিলে থুইক্যচিং মারমা সভাপতি, রিটন চাকমাকে সাধারণ সম্পাদক ও জুপিটার চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক বিপুল চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ি সদরের নারানহিয়াস্থ সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে পিসিপির কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমার সভাপতিত্বে মঙ্গলবার থেকে দু’দিন ব্যাপী এ কাউন্সিল শুরু হয়। কাউন্সিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক বিলাস চাকমা ও আর্থিক রিপোর্ট পেশ করেন বাবলু চাকমা। এসব রিপোর্টের উপর বিশদ আলোচনা-পর্যালোচনা ও সংযোজন-বিয়োজনের পর হাউজে উপস্থিত সকলের সম্মতিতে রিপোর্ট পাশ করা হয়। কাউন্সিলের দ্বিতীয় দিনে বুধবার শাখা কমিটির প্রতিনিধিবৃন্দ এলাকার পরিস্থিতি ও বিভিন্ন সমস্যাবলী তুলে ধরে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং এর উপর বিশ্লেষণমূলক বক্তব্য তুলে ধরেন। কাউন্সিলের শেষ অধিবেশনে সাবজেক্ট কমিটি কর্তৃক গঠিত একটি কমিটি হাউজে উপস্থাপন করা হয়। এরপর সংযোজন বিয়োজনের পর হাউজে উপস্থিত সকলে তুমুল করতালি ও শ্লোগানের মধ্য দিয়ে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে অনুমোদন করেন। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় নেতা সচিব চাকমা।  দুইদিন ব্যাপী অনুষ্ঠিত কাউন্সিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপন খীসা, গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা প্রমুখ। শপথ গ্রহণ শেষে নতুন কমিটির পক্ষ থেকে বিদায়ী সহ-সভাপতি চন্দ্রদেব চাকমা, সাধারণ সম্পাদক বিলাস চাকমা, সহ-সাধারণ সম্পাদক রূপন মারমা ও সদস্য তাপু মনি চাকমাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। কাউন্সিলে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি-রাঙামাটি-বান্দরবান এবং ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন শাখা কমিটি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশগ্রহণ করেন।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত