খাগড়াছড়ির ৭ হত্যাকান্ডে১৫ কার্যদিবস বাড়লো প্রশাসনের তদন্ত কমিটির মেয়াদ

Published: 04 Sep 2018   Tuesday   

খাগড়াছড়িতে সম্প্রতি সময়ে সংগঠিত ৭ হত্যাকা-ের ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটির মেয়াদ আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে। সোমবার তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইউসুফ আলীর আবেদনের প্রেক্ষিতে গঠন কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে।

 

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম জানান, স্বণির্ভর বাজারে সন্ত্রাসী হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া কথা থাকলেও সুষ্ঠু তদন্তের স্বার্থে কমিটির আহ্বায়ক সময় বাড়ানোর আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে আরও ১৫ কার্যদিবস সময় বাড়ানো হয়েছে।

 

উল্লেখ, গেল ১৮ আগস্ট খাগড়াছড়ি সদরের স্বণির্ভর এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমাসহ ৭জন নিহত ও ৩ জন আহত হয়। হামলার ঘটনায় তদন্তে ওইদিন রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল।

  --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত