সাংবাদিক নদী হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

Published: 30 Aug 2018   Thursday   

বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার রাঙামাটিতে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বেসরকারি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের থেকে হ্যাপির মোড় এলাকা পর্যন্ত একটি মৌন মিছিল বের করা হয়।

 

মানববন্ধনে বক্তারা সাংবাদিক নদী হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে পূর্বের দিনে বিভিন্ন সময় সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচারের দাবি জানিয়েছেন।

 

উল্লেখ্য, গেল মঙ্গলবার পাবনা পৌর সদরের রাঁধানগর মহল্লায় আদর্শ গার্লস হাইস্কুলের সামনে ভাড়া বাসায় ফেরার পথে বাসার সামনেই কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত