অবশেষে রাঙামাটি জেনারেল হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ড চালু

Published: 20 Aug 2018   Monday   

দীর্ঘ ১৯ মাস পর বন্ধ হয়ে যাওয়া রাঙামাটি জেনারেল হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ড সংস্কারের পর পুনরায় চালু করা হয়েছে।

 

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সোমবার সকালে ফিতা কেটে এই ওয়ার্ডের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে পরিষদ চেয়ারম্যান বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

 

এ সময় রাঙামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী, শিশু বিষয়ক কনসালটেন্ট ডা. এম এ হাই’সহ সিনিয়র চিকিৎসক, সাংবাদিক ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার রোগীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। রোগীরা যাতে সরকারের সুযোগ সুবিধা পায় সেজন্যে রাঙামাটি জেলা পরিষদ, সমাজ সেবা রোগী কল্যাণ সমিতি এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা প্রদানের জন্য বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এই সেবাগুলো রোগীদেরকে বুঝে নেয়ার জন্য তিনি অনুরোধ জানান।

 

তিনি আরো বলেন, জেলার ১০টি উপজেলা থেকে হাসপাতালে আগত রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে পরিষদের অর্থায়নে মহিলা ও শিশু ওয়ার্ডটি যতদ্রুত সম্ভব সংস্কার করে আজ পুনরায় চালু করা হয়েছে। এতে রোগীদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে আশা করা যায়।

 

তিনি বলেন, পরিস্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করে আমরা পরিষদ হতে ৪জন পরিছন্নতাকর্মী হাসপাতালে দেয়া হয়েছে। অন্যদিকে রোগীদের বিদ্যুৎ সমস্যা দূরীকরণে পরিষদ থেকে জেনারেটরও প্রদান করা হয়েছে। জেলার স্বাস্থ্য সেবা উন্নয়নে প্রয়োজনে পরিষদ হতে আরো সহায়তা প্রদান করা হবে। 

 

উল্লেখ্য, ২০১৭ সালে ১শ শষ্যার রাঙামাটি জেনারেল হাসপাতালে ভবনের মহিলা ও শিশু ওয়ার্ডের ফাটল দেখা দেয়ায় তাৎক্ষনিক রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়। সম্প্রতি বুয়েটের একটি বিশেষজ্ঞ টিমের মতামত অনুযায়ী রাঙামাটি জেনারেল হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ডটি রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক সংস্কার করার পর পুনরায় চালু করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত