খাগড়াছড়িতে কেইউজে’র মানববন্ধন

Published: 11 Aug 2018   Saturday   

সম্প্রতি সময়ে রাজধানীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে শনিবার খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের(কেইউজে) উদ্যোগে শহরের শাপলা চত্বরে  ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধন চলাকালে সমাবেশে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আশ্চার্য,সমকালের জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী, ডেইলী ষ্টার ও ডিবিসির জেলা প্রতিনিধি সৈকত দেওয়ান, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি রূপায়ন তালুকদার,চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি নুরুছাফা মানিক ,যমুনা টিভির জেলা প্রতিনিধি শাহরিয়া ইউনুছ ছাড়াও জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তৃতা করেন। এর আগে সাংবাদিক ইউনিয়ন কার্যালয় থেকে মৌন মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

 

বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত