লাইসেন্সবিহীন যানবাহন ধরতে লামা থানার অভিযান শুরু

Published: 03 Aug 2018   Friday   

বান্দরবানের লামায় বৈধ লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে লামা থানা পুলিশ।

 

লামা থানার উপ-পরিদর্শক মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে শুক্রবার দুপুর ২টারদিকে লামা পৌরসভার লাইনঝিরি ট্রাইফিক মোড় থেকে এ অভিযান শুরু হয়।


লামা থানার উপ-পরিদর্শক মোঃ গিয়াস উদ্দিন বলেন, সরকারী নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ি ধরতে শুক্রবার দুপুর ২ টা থেকে আমরা অভিযান শুরু করি। এক ঘন্টার অভিযানে ৪টি মোটর সাইকেলের বিরোদ্ধে ১৯৮৮ সালের মোটরযান আইনে লামা থানায় মামলা রোজু হয়েছে।


এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, যানবাহনের বৈধ লাইসেন্স ও ফিটনেস আছে কিনা তা দেখতে নিয়মিত অভিযান শুরু হয়েছে।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত