কাপ্তাইয়ের অসহায় সোহাগির ঘর মেরামত করে দিলেন কাপ্তাইয়ের ইউএনও রুহুল আমীন।
জানা যায়,কাপ্তাই উপজেলার বিভিন্ন বাসায় গৃহস্থালির কাজ করেন সোহাগি। কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু এলাকায় তার বসবাস। জরাজীর্ণ ঘর, বৃষ্টি আসলে আশ্রয় নিতে হয় অন্যের ঘরে। সোহাগির পিতা ষাটোর্ধ দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে হাঁফানি রোগে আক্রান্ত। ৪ ছেলেমেয়ের সংসারে অভাব অনটন সবসময় লেগে আছে। এই অবস্হায় সোহাগির পরিবারের কথাটি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন জানতে পারেন।
মঙ্গলবার সকালে চন্দ্রঘোনা কয়লারডিপু সোহাগিদের ঘরে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন । এসময় তিনি সাথেও নিয়ে যান টিন, নতুন ঘর তৈরির কাঠ এবং কাজের মিস্ত্রি। সন্ধ্যার মধ্যে সোহাগিরা পায় নতুন ঘর।
সোহাগিদের পরিবারের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনকে।
কাপ্তাই ইউএনও রুহুল আমীন বলেন, লোক মারফত জানতে পেরেছেন সোহাগিদের ঘরের অবস্হা। অবশেষে তিনি নিজে গিয়ে দেখতে পান এরকম অবস্হায় মানুষ থাকতে পারে না। তাই তাদের একটু মাথাগোঁজার ব্যবস্হা করে দিয়েছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.