কৃঞ্চা চাকমাকে বাচাতে এগিয়ে আসুন

Published: 29 Jul 2018   Sunday   

রাঙামাটির জুরাছড়ি  উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ড মেম্বার কৃঞ্চা চাকমা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। নির্বাচিত এই জনপ্রতিনিধি সুচিকিৎসা পেলে সুস্থ হয়ে আবারও এলাকা ও দেশের উন্নয়নের জন্য কাজ  করে যেতে চাই। কিন্তু  পরিবারের আর্থিক অভাবে সুচিকিৎসার অভাবে বর্তমানে বাড়ীতে এখন মৃত্যুর পথ যাত্রী।

 

জানা যায়, গেল ২০১৬ সালের ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে রাঙামাটি জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন থেকে সংরক্ষিত(মহিলা) ওয়ার্ডের থেকে বিপুল ভোটে মেম্বার পদে নির্বাচিত হন কৃঞ্চা চাকমা(৪৫)। ওয়ার্ড মেম্বার নির্বাচিত হওযার পর থেকে এলাকার মানুষের সুখ দুঃখে থাকার পাশাপাশি এলাকায় উন্নয়নে সার্বক্ষনিকভাবে নিজেকে নিয়োজিত রাখতেন। কিন্তু  তার শরীরে জরায়ু ক্যান্সার ধরা পড়ার থেকে জনগনের সেই সেবায়  তাকে অনেক দুরে থাকতে বাধ্য করেছে।  

 

কৃঞ্চা চাকমার স্বামী অনুপম চাকমা জানান, ২০১৭ সালে এপ্রিল মাসে তার সুচিকিৎসার জন্য প্রথমে রাঙামাটি- চট্টগ্রাম পরে সিরাজগঞ্জ ক্যান্সার নিরাময় হাসপাতাল।  সেখানেই  রোগ ধরা পরে জরায়ু ক্যান্সার। তখন থেকে প্রতিমাসে ২৫ হাজার টাকা খরচে চিকিৎসা নেয়া হয়। তবে গত বছর নভেম্বর মাসে আর্থিকের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়। সঠিক চিকিৎসা করাতে না পরায় তার স্ত্রীর জুন মাস থেকে রোগের  উপদ্রব তীব্র ভাবে দেখা দেয়। যখনি যন্ত্রনা শুরু হয় চটপত করতে করতে মাটিতে লুটে পড়ে। তিনি আরো জানান, তার স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে নিজের ভিটেমাটি বিক্রি করেছেন। এখন আর তার খরচ জোগানোর কোন পথ নেই, তাই কি করবেন বুঝে উঠতে পারছেন না। তিনি তার স্ত্রীর সুচিকিৎসার জন্য দেশের সুহৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আর্থিক সহযোগিতার কামনা করেছেন।

 

এদিকে জুরাছড়িতে ওয়ার্ড মেম্বার কৃঞ্চা চাকমার  চিকিৎসার্থে স্থানীয় সাংবাদিক সুমন্ত চাকমার নেতৃত্বে  ১১ জন তরুন জুরাছড়ি দরিদ্র রোগী কল্যান তহবিল নামে  একটি  চিকিৎসা তহবিল গঠন করেছেন। সুমন্ত চাকমাও জনপ্রিয় নির্বাচিত জনপ্রতিনিধি কৃঞ্চা চাকমার সুচিকিৎসার জন্য সকলের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন।

 

বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা জানান, ইউনিয়ন পরিষদে উন্নয়ন খাতে তেমন একটা আয় নেই-ফলে ইউনিয়ন পরিষদ ফান্ড থেকে তেমন একটা সহযোগীতা করা যায় না। তবে সকল ইউপি সদস্যরা সম্মিলিত ভাবে আর্থিক সহায়তা দেয়ার চেষ্টা করছে।

 

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন (ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগ) জানান, কৃঞ্চা চাকমার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) জরায়ু মুখে ক্যান্সারে আক্রান্ত। এখন এ রোগের চিকিৎসা দেশে হচ্ছে। প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা গেলে অপারেশনের মাধ্যমে জরাযু কেটে বাদ দেয়া হয়। রোগীকে কেমোথেরাপি এবং রেডিও থেরাপি দিয়ে চিকিৎসা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত