রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বৌদ্ধদের আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

Published: 27 Jul 2018   Friday   

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে শুক্রবার রাঙামাটির রাজ বন বিহারে  বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আষাঢ়ী পূর্ণিমার মধ্য দিয়ে  বৗদ্ধ ভিক্ষুরা তিন মাস ব্যাপী বর্ষাবাস পালন করে থাকেন।

 

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে রাঙামাটির রাজ বন বিহারে  দেশনালয়ে ধর্মীয় সভা ও  বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মদেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের দেন রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির।

 

অন্যান্যর মধ্যে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পার্বত্য মন্ত্রনালয়ের প্রাক্তন উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। স্বাগত বক্তব্যে দেন রাজ বনবিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান,ইন্দ্রনাথ চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, প্রাক্তন সরকারী কর্মকর্তা দীপক খীসাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এ ধর্মীয় অনুষ্ঠানে শত শত বৌদ্ধ পূর্নাথী নারী-পুরুষ অংশ গ্রহন করেন।

 

এর আগে ধর্মীয় পতাকা উত্তোলন, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান ও অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ দানীয় সামগ্রি ভিক্ষ সংঘের উদ্দেশ্য উৎস্বর্গ করা হয়।  বিকালে হাজার প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।

 

অপরদিকে রাঙামাটি মৈত্রী বিহারে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী দীপংকর তালুকদার। এর আগে তিনি  বিহারের সীমাঘরের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন। এছাড়া জেলার অন্যান্য বৌদ্ধ বিহারে আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত