কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও কর্ণফুলী পেপার মিলস(কেপিএম) শ্রমিক- কর্মচারী পরিষদ `সিবিএ`র সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার(৫০)।
বৃহস্পতিবার বিকেলে চট্রগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহে--রাজিউন)।মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ কন্যা, স্ত্রী, বৃদ্ধ মা, ভাই- বোন আত্মীয়,স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কিছু দিন ধরে তিনি লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন।গত ২৪ জুলাই হঠাৎ অসুস্থবোধ করলে তাকে চন্দ্রঘে্োনা মিশন হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হলে ২৫ জুলাই চট্রগ্রাম মেডিকেলে এবং সেখান থেকে তাকে ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই বৃহস্পতিবার বিকেলেই আওয়ামীলীগ নেতা মুক্তারের মৃত্যু হয়।
তার এই অকাল মৃত্যুতে কেপিএম এলাকাসহ উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।আ`লীগ নেতা মুক্তারের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাঙামাটি জেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠন,কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনসহ কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ`সিবিএ নেতৃবৃন্দ।
শুক্রবার বেলা ১১.৩০ মিনিটে কেপিএম জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হয়।জানাযা শেষে তাকে বারঘোনা কবর স্থানে দাফন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.