পাহাড়ে আওয়ামীলীগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে-দীপংকর তালুকদার

Published: 25 Jul 2018   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার পাহাড়ে আওয়ামীলীগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে  বলে মন্তব্য করেছেন।

 

তিনি বলেন, আওয়ামীলীগের অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শ পার্বত্য চট্টগ্রামে জাতি ধর্ম, নির্বিশেষে সকল মানুষ গ্রহন করেছে। এতে ভীত হয়ে সন্ত্রাসবাদে বিশ্বাসী কিছু আঞ্চলিক রাজনৈতিক দল তাঁদের অবৈধ অস্ত্র দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মিদের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

 

বুধবার রাঙামাটি জেলা আওয়ামী তাঁতী লীগের কর্মি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এসব কথা  বলেন।

 

তিনি আরো  আঞ্চলিক রাজনৈতিক দল থেকে ভয়ভীতি প্রদর্শন করছে, আওয়ামীলীগ করলে প্রাণে মেরে ফেলার হুমকী দিচ্ছে এবং ইতোমধ্যে কয়েক আওয়ামীলীগের নেতা কর্মিকে মেরে ফেলেছে, অপহরণ ও জখম করেছে। এতকিছুর পরও পাহাড়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে আওয়ামীলীগের গ্রহনযোগ্যতা দিন দিন বেড়েই চলেছে। তাই  আজ এমন বাস্তবতায় বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগের রাঙামাটি জেলা শাখার সম্মেলন পার্বত্য এলাকায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

 

রাঙামাটিতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মি সম্মেলনে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী তাঁতী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মং উ চিং মারমা।

 

এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, কেন্দ্রীয় তাঁতী লীগের সহ সভাপতি ফজলুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন মোল্লা, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক আবুল কাশেম। এতে প্রধান বক্তা ছিলেন, তাঁতী লীগের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক মোন্তাজ উদ্দিন ভুঁইয়া। আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাখাওয়াৎ হোসেন রুবেল,  রাঙামাটি জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি নাসির তালুকদার, জেলা যুব মহিলা লীগের সভাপতি বেগম রোকেয়া,  কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সুজন, জেলা যুবলীগের তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কে.এম. শহীদুল্লাহ  কর্মি সম্মেলনের উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে মংউচিং মারমাকে আহবায়ক ও বাবলা মিত্রকে সদস্য সচিব করে ৩১ সদস্যের রাঙামাটি জেলা তাঁতী লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত