সাবেক পার্বত্যমন্ত্রী কল্প রঞ্জন চাকমা আর নেই

Published: 25 Jul 2018   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী কল্পনা চাকমা বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর ঢাকার কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

 

তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বৎসর। তিনি সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রথম পূর্নমন্ত্রী ছিলেন। তিনি মৃত্যূকালে ২ পুত্র, ২ কন্যা, স্ত্রী, ৬ নাতিনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যূতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান গভীর শোক প্রকাশ করেছেন।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা এক শোক বার্তায় সাবেক মন্ত্রী কল্প রঞ্জন চাকমার মৃত্যুতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্নার প্রতি শান্তি কামনা করেছেন।

 

কল্প রঞ্জন চাকমার জামাতা মিন্টু চাকমা জানান, বৃহস্পতিবার রাঙামাটি রাজ বন বিহারে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, কল্প রঞ্জন চাকমা ১৯৯১ এবং ১৯৯৬ সালে দুই দফায় খাগড়াছড়ি আসন থেকে সংসদ সদস্য নর্বিাচতি হন। তাকে ১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের   মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত