বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার উদ্যোগের প্রতিবাদে বুধবার খাগড়াছড়িতে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে। শহরের কলাবাগান এলাকায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জলা বিএনপি‘র সভাপতি ওয়াদুদ ভুইয়া। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারন সম্পাদক আবু ইউছুপ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, জেলা জাতীয়বাদী মহিলাদলের সভানেত্রী শাহনাজ বেগম রোজী প্রমূখ। সমাবেশের আগে ওয়াদুদ ভুইয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে কলাবাগানে শেষ হয়। সমাবেশে সাবেক সংসদ ওয়াদুদ ভুইয়া বলেন, ভেটারবিহীন এ অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে প্রথমে মিডিয়ার উপরে সম্প্রচার নীতিমালা চাপিয়ে দিয়ে এখন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। কিন্তু জনগণ সজাগ আছে কখনোই এটা হতে দেয়া হবেনা। তীব্র গণ আন্দোলনের মাধ্যমে এ ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। অপরদিকে বিএনপি‘র কেন্দ্রীয় নির্বাহী সদস্য সমীরণ দেওয়ানের নেতৃত্বে একটি মিছিল বের করতে পুলিশী বাধায় পন্ড হয়ে যায়।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.