লামা ও আলীদমে উন্নয়ন কাজ পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান

Published: 18 Jul 2018   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি)  বুধবার লামা ও আলীদম উপজেলায় উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।  পরিদর্শনকালে তিনি লামার রাজবাড়ি থেকে মেরাখোলা পর্যন্ত মাতামুহুরী ব্রিজের উপরে ১৭০ মিটার পিসি গার্ডার ব্রিজ ও লামা পৌর বাস স্ট্যান্ডের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

 

এ সময় চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, প্রকল্প পরিচলক মোঃ আজিজ,  উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল,, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছিন আরাফাত, সহকারী প্রকৌশলী তুষিত কান্তি চাকমা, অফিসার ইনচার্জ লামা থানা অপ্পেলা রাজু নাহা, লামা সার্কেলের পুলিশ পরিদর্শক কাজী রাকিব উদ্দিন, লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন সহ প্রমূখ। এছাড়া সকালের দিকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আলীকদম উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

 

উন্নয়ন বোর্ড চেয়ারম্যান  নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হবে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত