‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে রোববার বান্দরবানের আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ে আয়োজনে বেসরকারী সংস্থা ইকো ডেভেলপমেন্ট, গ্রাউস, গ্রীন হিল ও ইউএনডিপি’র সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুখসানা আক্তার শিরীন। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় র্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন নারী সংগঠন ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। এতে বক্তব্য দেন ইকো ডেভেলপমেন্টের এসআইডিআর-২ প্রকল্পের সমন্বয়ক উত্তম কুমার চৌধুরী, গ্রাউসের বাপ্পী চক্রবর্তী ও গ্রীন হিলের প্রতিনিধি মংচিংপ্রু মারমা প্রমূখ। এর আগে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলায়তনে শেষ হয়।
চার জয়িতাকে ইকো ডেভেলপমেন্টের সংবর্ধনা: নারী দিবসে একই অনুষ্ঠানে ইকো ডেভেলপমেন্ট চার জয়িতাকে সংর্বধনা দিয়েছে। এরা হলেন, অর্থনীতিতে খিনছেনন নুং মারমা ও ছেনুয়ারা বেগম, সফল জননী পুকুচিং তঞ্চঙ্গ্যা ও সমাজ উন্নয়নে ফাহিমা আক্তার। এছাড়াও ইকো ডেভেলপমেন্টের উপকারভোগি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নারী পুষ্পদেবী তঞ্চঙ্গ্যাকে ১০ হাজার টাকা, কৃষি ও পরিবেশ উন্নয়নে অবদানের জন্য সোনাইছড়ি কৃষি উন্নয়ন সমিতি এবং পূর্বপালং পাড়া কৃষি একতা দলকে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
বক্তারা বলেন সময় এসেছে নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অর্জনগুলো তুলে ধরে চ্যালেঞ্জ মোকাবেলার। এ জন্য সমাজ ও কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে। নারীদের মৌলিক অধিকার বিষয়ে আরো সচেতন হতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.