লামায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

Published: 08 Mar 2015   Sunday   

“নারীর ক্ষমতায়ন - মানবতার উন্নয়ন এবং অগ্রগতির মূলকথা নারী পূরুষ সমতা” এ শ্লোগানকে সামনে রেখে রোববার বান্দরবানের লামা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে লামা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্দ্যোগে এ র‌্যালী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সামসুন নাহার সুমির সভাপতিত্বে উক্ত অলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান সারাবান তহুরা, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, লামা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, স্থানীয় এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এর আগে একটি বিশাল শোভা যাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে  লামা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে এন জেড একতা মহিলা সমিতি, ব্র্যাক, গ্রাউস, ইকো, মানুষের জন্য, বাপসা, ইউএনডিপি, ইউরোপিয় ইউনিয়ন, মাতামুহুরী সংস্থা, লামা আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় এনজিও কর্মী ও এলাকার সচেতন নারীরা অংশ নেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত